অসহায় সিকান্দার চাচা এখন আর আওয়াজ করে কথাও বলতে পারেন না।
একটা সময় তার বেশ ভালো অবস্থা ছিলো। কিন্তু বর্তমানে তিনি প্রায় নিঃস্ব। বাড়ির ভিটাটা ছাড়া তার আর কিছু অবশিষ্ট নেই।
তিনি স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। কিছুদিন আগে তার সাথে যে ছেলে থাকতো সেও মারা যায়। অন্য আরেকটা ছেলে তেমন খোঁজখবর নেয় না।
বর্তমানে জমিনের বুকে তার নিয়মিত খোঁজখবর নেওয়ার মত আর কাউকে দেখি না। তার স্ত্রীও অতিশয় বৃদ্ধা এবং অসুস্থ। দেখলে মনে হয় যেকোনো সময় মারা যাবে।
আমরা যতটা পারি তাদের সাহায্য করে থাকি। তবে তা তাদের জন্য যথেষ্ট নয়। কারণ সিকান্দার চাচা ভালো তরকারি ছাড়া ভাত খেতে চান না। বুঝতে চান না তাদের সে সামর্থ্য নেই।
তাদের সরাসরি সাহায্য করতে আসুন বাটিকামারী গ্রাম, ভায়ালক্ষীপুর ইউনিয়ন, চারঘাট, রাজশাহী।
অথবা সাহায্য পাঠাবেন নিচের অ্যাকাউন্টগুলোতে। ১০, ২০, ১০০, ২০০, ৫০০, ১০০০ যে যা পারেন পাঠাতে পারবেন ইনশা আল্লাহ্।
মহান আল্লাহ্ কবুল করুন।
পার্সোনাল বিকাশ/নগদ/সেলফিন:
| রকেট:
| ব্যাংক (স্টুডেন্ট অ্যাকাউন্ট):
|
01762866352 01721516709 | 017215167093
| Hasnain Al Abdullah Islami Bank Bangladesh Ltd. A/C No. 20501136700300108 Rajshahi Branch. রেফারেন্স:- sikandar chacha |
Comments (0)